স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : বিভিন্ন সমস্যায় জর্জরিত রাজ্যের কৃষকরা। তাই কৃষকদের স্বার্থ-সংশ্লিষ্ট ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১২ জুলাই বিধানসভা অভিযানের ডাক দিল বামপন্থী তিনটি সংগঠন। সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে এই বিধানসভা অভিযানের কর্মসূচি।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে সরকারিভাবে কৃষকদের সার, উন্নত মানের বীজ, কীটনাশক ও জুম চাষীদের বিনামূল্যে বীজ সার ও কীটনাশক প্রদান করা, গ্রামীণ শ্রমিক ক্ষেতমজুর ও জুমিয়াদের বছরে কম করে ২০০ দিনের কাজ ও ও দৈনিক ৬০০ টাকার মজুরি প্রদান করা, ১২৫ তম সংবিধান আইন অবিলম্বে গ্রহণ করে ষষ্ঠ তফশিল আইন সংশোধন করে এডিসির হাতে অধিক ক্ষমতা ও অর্থ প্রদান করা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সংরক্ষণ মেনে ব্যাকলগ সহ সমস্ত শুন্যপদ পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। বিধানসভা ও অভিযানের লক্ষ্যে এই ১৫ দফা দাবি সনদের বিষয়গুলো এদিন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির অফিসে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তুলে ধরে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। সাংবাদিক সম্মেলনে ছিলেন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সম্পাদক রাধাচরণ দেববর্মা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক শ্যামল দে প্রমুখ।