স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : মৃত দুই শিশুকে শেষবারের মতো বুকে জড়িয়ে অসহায় মা বাবার শেষ আর্তনাদ। মৃত দুই শিশু কন্যার দিশেহারা মা-বাবা কিছুতেই বুঝে উঠতে পারছে না কি হয়ে গেল। এমন তো হওয়ার কথা ছিল। প্রতিদিনের মতো দুই শিশু কন্যা খেলতে গিয়েছিল। কিন্তু এর পরিণাম যে আর কখনো মা-বাবার ডাক তারা শুনতে পারবে না তা জানা ছিল না। কেইবা বলতে পারে ভবিষ্যৎ। তারপরও তো ফুট ফুটে কন্যার সাথে এই ঘটনা হবে সেটা তো আকাশ ভেঙে পড়ার মতোই। মঙ্গলবার পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই শিশু কন্যার।
ঘটনা এদিন সকালবেলা তেলিয়ামুড়া মহকুমা অন্তর্গত মঙ্গলজয় পাড়া এলাকায়। মৃত দুই শিশু কন্যার নাম এলিসা রুপিনি এবং এমি দেববর্মা। জানা যায়, মঙ্গলবার সকালবেলা মঙ্গলজয় পাড়া এলাকার বাসিন্দা বিকাশ রূপিনীর ৪ বছর ৭ মাসের শিশুকন্যা এলিসা রুপিনি এবং দ্বারকা দেববর্মার ৪ বছর বয়সি শিশুকন্যা এমি দেববর্মা বাড়ির পাশে একসঙ্গে খেলা করছিল। তখন এলাকার একটি পুকুরে গিয়ে খেলার ছলে পড়ে যায়। ঘটনা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে এলাকার লোকজন দুই শিশু কন্যাকে পুকুর থেকে তুলে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে আসার পর তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু, তারপরেও মৃত দুই শিশু কন্যার মা-বাবা মৃতদেহ বুকের জড়িয়ে চেষ্টা করছে তাদের সন্তানের প্রান আটকে আছে কিনা। এই মর্মান্তিক ঘটনায় সন্তান হারা পিতা মাতার কান্নায় ভারী হয়ে উঠে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের আকাশ বাতাস। গোটা মঙ্গলজয় পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে দুই শিশু কন্যার মৃতদেহ রয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।