স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : চলছে অরাজকতা। রাজ্যের যুবকদের চাকুরির কৌটায় এসে ভাগ বসাচ্ছে বহির্রাজ্যের যুবকরা। অভিযোগবাঁকা পথে পি আর টি সি তৈরি করে ত্রিপুরার বরাদ্দ শুন্যপদে চাকরি বাগিয়ে নিচ্ছে বহিঃরাজ্যের এই বেকাররা। এনিয়ে সরব রাজ্যের চাকরি প্রত্যাশীরা। প্রতিবছর এস.এস.সি – জি ডি-র অধীনে সি.আর.পি.এফ, আসাম রাইফেলস, বি.এস.এফে লোক নিয়োগ করা হয়।
দেশের বিভিন্ন রাজ্যের জন্য নির্দিষ্ট শূন্যপদ দেওয়া হয়। অভিযোগ এই ত্রিপুরার শূন্যপদে এসে ইন্টার্ভিউ দেন উত্তর প্রদেশ বিহারের ছেলেরা। এও অভিযোগ পি.আর.টি.সি বাঁকাপথে তৈরি করে ত্রিপুরার শুন্যপদে তাঁরা ইন্টার্ভিউ দিচ্ছেন। এবং চাকরি বাগিয়ে নিচ্ছেন। কয়েক বছর ধরেই তা চলছে বলেও রাজ্যের বেকারদের অভিযোগ। এবছর রাজ্যের যে ছেলেরা বাছাই পর্বে অংশ নিয়ে যোগ্যতা অর্জন করেছেন তারা এনিয়ে সরব হয়েছেন। তারা সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিবের কাছে স্মারকলিপি জমা দেন। দাবি জানান, এখনও মেডিক্যাল হয়নি। তাই মেডিক্যালের সময়ে যাতে সকলের রেশন কার্ড, ভোটার কার্ড পরিচয় পত্র যাচাই করা হয়। রাজ্যের বেকারদের কথা চিন্তা করে ঘটনার তদন্তক্রমে রাজ্য প্রশাসন ব্যবস্থা নেয় কিনা এখন দেখার? নাহলে বঞ্চিত থেকে যাবেন রাজ্যের বেকার ছেলেরা।