Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যসামাজিক মাধ্যমে অস্ত্র সহ ভাইরাল যুবকের ছবি, বাড়িতে অভিযান চালালো পুলিশ

সামাজিক মাধ্যমে অস্ত্র সহ ভাইরাল যুবকের ছবি, বাড়িতে অভিযান চালালো পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : অস্ত্র সহ সামাজিক মাধ্যমে ছবি। আর তাই কাল হল। খবর পেয়েই পুলিশ অভিযান চালালেন অভিযুক্ত উজ্জ্বল হোসেনের বাড়িতে। যদিও অভিযুক্তকে পাওয়া যায়নি। বিশালগড় থানাধীন রতননগরের বাসিন্দা উজ্জ্বল হোসেন। জানা গেছে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিপ্রা মথার প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে লোকজনের।

এই ব্যক্তির পিস্তল সহ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনা বিশালগড় মহকুমা পুলিশ প্রশাসনের নজরেও আসে। সোমবার মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেনের নেতৃত্বে পুলিস উজ্জ্বল হোসেনের বাড়িতে অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে  কোন অস্ত্র পায়নি। তবে একটি মোবাইল ও পাসপোর্ট নিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তিকেও পায়নি পুলিস। মহকুমা পুলিস আধিকারিক জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বেআইনি ভাবে কেউ অস্ত্র রাখলে কঠোর শাস্তির ব্যবস্থা যাতে হয় তা দেখা হচ্ছে। কয়েক মাস আগে শেষ হওয়া বিধানসভা নির্বাচনের সময়েও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে বলে জানা যায়। এখন দেখার পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য