স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুলাই : বাইক এবং রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন। ঘটনা রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন। ঘটনার বিবরণে জানা যায় দ্রুতগামী বাইক এবং রিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এই দিন। ঘটনার পর স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত তিনজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় ক্ষতি হয়েছে রিক্সাটির।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় উভয়ের অস্বাভাবিক গতি থাকার কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন মহিলা কলেজের ছাত্রী। কিন্তু শহরে যেভাবে দুর্ঘটনা বেড়ে চলেছে তার পেছনে মূলত দায়ী ট্রাফিক ব্যবস্থাপনা। অলি গলিতে অস্বাভাবিক গতিতে ছুটছে দুরন্ত বাইক। নিয়ন্ত্রণ নেই ট্রাফিক কর্মীদের। প্রচুর পরিমাণে সিসি ক্যামেরা লাগানো থাকলেও এগুলি দিয়ে লোক দেখানো। বেআইনিভাবে রাস্তা দিয়ে চলাচল করা বাইক এবং গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যার দরুন এ ধরনের দুর্ঘটনার ক্রমশ বেড়ে চলেছে।