স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : টারমিনেশন লেটার না পেয়ে আবারো শিক্ষা ভবনে সামনে বিক্ষোভে সামিল হয় চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। তাদের অভিযোগ দপ্তর তাদের টার্মিনেশন লেটার দিচ্ছে না। বহুবার দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হওয়ার পরেও দপ্তরের অধিকর্তা তাদের টার্মিনেশন লেটার দিচ্ছে না বলে অভিযোগ।
টার্মিনেশন লেটার না পেয়ে আদালতের দ্বারস্থ হতে পারছে না চাকুরিচুত্য শিক্ষক-শিক্ষিকারা। বিক্ষোভে অংশ নেওয়া চাকরিচ্যুতদের শিক্ষক বিজয় কৃষ্ণ সাহার এমনটাই অভিযোগ তুলেন। তিনি বলেন রাজ্য সরকার রাজ্যবাসীকে ভুল বার্তা দিয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার থেকে রাজ্যে চাকুরিচ্যুত শিক্ষকদের বেতন প্রদান করা হচ্ছে। সেই বেতন কোন ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে, কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না। টার্মিনেশন লেটারের কথা অধিকর্তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন উপর মহল থেকে নির্দেশ না আসলে তিনি কিছু বলতে পারবেন না। কিন্তু আর টি আই মাধ্যমে জানা গেছে যে তথ্য বের হয়ে এসেছে তা রাজ্য সরকারের জন্য ব্যথার। এক্ষেত্রে রয়েছে বড়সড় ঘোটালা। আর ঘোটালা না হলে কেন টারমিনেশন লেটার দেওয়া হচ্ছে না। আগামী দিনে আই এস এবং জেলা শিক্ষা অধিকর্তার দপ্তরের কাছে চিঠি দিয়ে বিদ্যালয়ে যোগদান করা সম্পর্কে জানতে চাওয়া হবে। নয়তো ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার দিতে হবে। এবং সেই ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার লেখা থাকতে হবে তাদের চাকরিচ্যুত করার পেছনে কারা চ্যালেঞ্জ করেছিল। নাহলে আই এস এবং এস ডি ও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এবং সেই মামলা ডব্লিউ পি সি এবং আই পি এস ধারা লাগানো হবে। কারণ ইতিমধ্যে বহু চাকরিচ্যুতদের শিক্ষকের মৃত্যু হয়েছে। এর পেছনে চাকরিচ্যুত হওয়ার একমাত্র কারণ বলে অভিমত ব্যক্ত করেন এদিন চাকুরিচুত্য শিক্ষক-শিক্ষিকারা। জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ -এর শতাধিক শিক্ষক শিক্ষিকারা এদিন বিক্ষোভে অংশ নেন।