নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): কোভিডের দাপট রুখতে দিল্লিতে সমস্ত বেসরকারি অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ)। দিল্লিতে ওয়ার্ক ফ্রম হোম অর্থ বাড়ি থেকে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার সংশোধিত নির্দেশিকায় ডিডিএমএ জানিয়েছে, “অব্যাহতিপ্রাপ্ত ক্যাটেগরিতে যেগুলি পড়ছে, সেই সমস্ত অফিস ছাড়া দিল্লির সমস্ত বেসরকারি অফিস আপাতত বন্ধ থাকবে; বাড়িতে থেকে কাজ করতে হবে। সমস্ত রেস্তোরাঁ ও বার বন্ধ থাকবে, টেকওয়ের অনুমতি দেওয়া হবে।
রাজধানী দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনা-আক্রান্ত সংখ্যা। করোনা আক্রান্ত রোগীর মৃত্যুও যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে। ২০২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এযাবৎ কোভিডে ৭০ জন রোগীর মৃত্যু হয়েছে দিল্লিতে, সমস্ত হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সময়মতো হাসপাতালে ভর্তির ব্যবস্থাপনা-সহ যাবতীয় বিষয় পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।