স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : টিলার মাটি ধ্বসে মর্মান্তিক মৃত্যু এক শিশুর। গুরুতর আহত অপর আরেক। ঘটনা রবিবার উদয়পুরের শীলঘাটি লালটিলা এলাকায়। জানা যায় গুরুতর আহত অবস্থায় টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন শিশুর নাম আনিসা বেগম। মৃত শিশুর নাম সাজি বেগম।
বর্তমানে কাকড়াবন হাসপাতালের মর্গে রয়েছে মৃতদেহ। ঘটনাটি ঘটে রবিবার দুপুর নাগাদ। জানা যায় পাঁচজন শিশু মিলে খেলাধুলা করছিল। সেই সময় আচমকা টিলা থেকে মাটি ধ্বসে পরে। এতে অপর শিশুরা সরে যেতে সক্ষম হলেও এই দুই শিশু মাটির নিচে চাপা পড়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একশিশুকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। অপর জনকে জেলা হাসপাতালে স্থানান্তর করে দেয়।