স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : কুমারঘাটে মর্মান্তিক রথ দুর্ঘটনার চার দিন পরেও দুঃখ প্রকাশ ও আর্থিক সহযোগিতা ছাড়া আর কিছু মিলেনি আহত ও নিহতদের পরিবারের। কিন্তু তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলছে না সরকার। হাসপাতালে শুধুমাত্র হাই প্রোফাইল লোকদের ভিড় বাড়ছে। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সমস্যা হলেও রোগীর পরিবারের মিলছে সান্তনা। তবে আসলে সেদিন কি ঘটনা সংঘটিত হয়েছিল সে বিষয়ে পুলিশ কতটা তদন্ত করেছে তা জানা নেই আহত ও নিহতদের পরিবার সহ শোকস্তব্ধ কুমারঘাটবাসীর।
এবং ঘটনার সাথে কেউ জড়িত হলে তাদের জালে তুলারও কোন লক্ষণ নেই কুমারঘাট থানার পুলিশের। যাইহোক রবিবার আহতদের জিবি হাসপাতালে দেখতে গেলেন কুমারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। কথা বলেন আহত পরিবারের সাথে। চিকিৎসকদের সাথে কথা বলে আহতদের শারীরিক অবস্থা খোঁজখবর নেন। পরে জিবি হাসপাতাল থেকে বের হয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, জিবি হাসপাতালে এসে প্রত্যক্ষ করেছেন কুমারঘাটে রথ দুর্ঘটনায় আহতদের মধ্যে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তারা আই সি ইউ -তে ভর্তি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা ব্যক্ত এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস। তিনি আরো জানান, তাঁর বেতন ভাতা থেকে সহযোগিতা করবেন আহত ও মৃতের পরিবারদের। যদিও মৃতদের কোটি টাকা দিলেও ফিরিয়ে আনা যাবে না। তবে আহতদের মধ্যে যারা শিশু রয়েছে তারা যাতে আগামী দিন পড়াশোনা করতে কোন আর্থিক অভাব-অনটনে শিকার হতে না হয় তার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে সরকার বলে জানান।