স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক মহিলার। ঘটনা কৈলাসহর চন্ডীপুর ব্লকের রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরনে জানা যায়, রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকার কৌশলা গোয়ালা রবিবার সকালে এলাকার এক পুকুরে স্নান করতে যায়। কিন্তু একটু পরে দেখা যায় কৌশলা গোয়ালার কাপড় পুকুর পাড়ে রয়েছে অথচ কৌশলা গোয়ালা নেই।
শুরু হয় খোঁজাখুঁজি। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ছুটে এসে কৌশলা গোয়ালাকে পুকুর থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ১০ মিনিটের মাথায় মৃত্যুর কোলে ঢলে পরে কৌশলা। ঘটনায় শোকের ছায়া নেমে আসে। তবে কি কারণে মৃত্যু হয়েছে বা কিভাবে মৃত্যু হয়েছে এখনো ষ্পষ্টভাবে কিছু বলতে পুলিশ। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত করার জন্য দাবি জানায় এলাকাবাসী।