Thursday, January 16, 2025
বাড়িরাজ্যবেআইনি পার্কিং বন্ধ করে যানজট মুক্ত করতে তৎপর প্রশাসন

বেআইনি পার্কিং বন্ধ করে যানজট মুক্ত করতে তৎপর প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : শহরে সৃষ্টি হচ্ছে যানজট। যানজট থেকে শহরবাসীর মুক্তি নেই ছুটির দিনও। এর অন্যতম কারণ হলো আগরতলা শহরে বাড়ছে যানবাহন। বাড়ছে লোক সংখ্যাও। এবং মানুষ যত্রতত্র যানবাহন পার্কিং করছেন। ফলে অনেক সময় এজন্য যানজটও লেগে যাচ্ছে।  অনেক সময় ট্রাফিক ব্যবস্থাও নিয়েও জনমনে প্রশ্ন উঠে।

 এই অবস্থায় শহরে অবৈধ ভাবে যানবাহন পার্কিং না করা সহ জ্যাম যাতে না লাগে তা নিয়ে জনসচেতনতায় জোর দিল আগরতলা ট্রাফিক ইউনিট। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় সচেতনতা বাড়াতে কর্মসূচী নিচ্ছে।মসৃণ ট্রাফিক ব্যবস্থার জন্য রবিবার জনসচেতনতা প্রচার কর্মসূচী  হয় দুর্গা চৌমুহনী বাজার সংলগ্ন নবোদয় সংঘের প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলা ট্রাফিক সুপার  মানিক দাস, পরিবহন দপ্তরের আধিকারিক দিবাকর দাস ও বাজার কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। জেলার ট্রাফিক সুপার জানান, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার জন্য বিভিন্ন এলাকা চিহ্নিত করে কর্মসূচি নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন,রাতের বেলা শহরের বিভিন্ন সড়কে যানবাহন অবৈধ পার্কিং করে রাখা হয়। অবৈধ ভাবে যাতে যানবাহন না করা হয়, সেজন্য প্রথমে সচেতন করা হবে বলে জানান ট্রাফিক সুপার।

 তিনি এতে সচেতন নাহলে আইনি পদক্ষেপ নেওয়া হয়ে।ফুটপাত অবৈধ ভাবে দখল যারা করেছেন তাদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে ইতিমধ্যে জেলা প্রশাসন, পুর নিগম, পরিবহণ দপ্তর মিলে জানান ট্রাফিক সুপার মানিক দাস। তবে জনগণ থেকে দাবি উঠছে শহর যানজট মুক্ত করার জন্য যে ঢাক পেটানো হচ্ছে তার জন্য আগে স্থায়ীভাবে পার্কিং জোন করে তোলার প্রয়োজন রয়েছে। কারণ স্মার্ট সিটিতে পার্কিং জোন না থাকার কারণে জানচালকরাও ব্যাপক সমস্যায় পড়ছে। শুধু আইন চাপিয়ে শহর যানজট মুক্ত করা যায় না। শহরকে যানজট মুক্ত করতে পরিষেবা ঢেলে সাজাতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য