ইম্ফল, ৩০ জুন (হি.স.): হিংসাত্মক ঘটনা থামছেই না মণিপুরে। বৃহস্পতিবার গভীর রাতে আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মণিপুরের রাজধানী ইম্ফল। ইম্ফলের কেন্দ্রস্থলে জড়ো হওয়া ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ল সেনা। সেনা সূত্রে খবর, মণিপুরের কাংপোকপি জেলায় গুলির আঘাতে নিহত এক প্রাক্তন নৌসেনা কর্তাকে শ্রদ্ধা জানাতে ইম্ফলে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন।
জমায়েতের নেতৃত্ব ছিলেন মহিলারা। প্রথমে ওই অফিসারের দেহ ইম্ফলের জনবহুল খোয়াইরামবন্দ বাজারে আনা হয়। পরে মৃতদেহটি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনের সামনে দিয়ে মিছিল করে নিয়ে যাওয়ার হুমকি দেয় উন্মত্ত জনতা। পুলিশ যাতে তাদের গ্রেফতার করতে না পারে, তাই রাস্তার মাঝে টায়ারও জ্বালিয়ে দেওয়া হয়। এর পরই ঘটনাস্থলে পৌঁছয় সেনা এবং পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ওই নৌসেনা কর্তার দেহ ‘জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স’-এর মর্গে পাঠানো হয়। এই মুহূর্তে হিংসাদীর্ণ মণিপুরে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার সকালে তিনি মইরাং পৌঁছন। সেখানে গিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন। মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি কেশম মেঘচন্দ্রের মতে, রাহুল গান্ধী ত্রাণ শিবির পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন। পরে, তিনি ইম্ফল ফিরে আসবেন এবং ১০ জন সমমনোভাবাপন্ন দলের নেতা, ইউনাইটেড নাগা কাউন্সিল (ইউএনসি) নেতা এবং সুশীল সমাজ সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করবেন।