Saturday, January 25, 2025
বাড়িরাজ্যগরু চোর সন্দেহে গন ধোলাইয়ে হত্যার ঘটনায় দু'জন গ্রেপ্তার

গরু চোর সন্দেহে গন ধোলাইয়ে হত্যার ঘটনায় দু’জন গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : আগরতলা বলদা খাল ব্রীজ সংলগ্ন এলাকায় গরু চোর সন্দেহে গন ধোলাইয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃত দিবাকর দাস ও ভাস্কর দাসকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। বাকি অভিযুক্তদের জালে তোলার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বোধজংনগর থানাধীন বলদা খাল ব্রিজ সংলগ্ন এলাকায় গরু চোর সন্দেহে নন্দু সরকার নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনগণ। স্থানীয়রা গরু চোর সন্দেহে গন ধোলাই দেয় ধৃত নন্দু সরকারকে। এতে গুরুতর ভাবে আহত হয় সে। বোধজংনগর থানার পুলিশ আহত নন্দু সরকারকে উদ্ধার করে রানিরবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। পুলিশ আহত নন্দু সরকারকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেয়। পরে নন্দু সরকারের মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী ও ভাই জিবি হাসপাতালে ছুটে যায়। জিবি হাসপাতালে গিয়ে স্বামীর মৃতদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পরে স্ত্রী। এইদিকে মৃত নন্দু সরকারের ভাইয়ের দাবি পুলিশ যখন নন্দু সরকারকে রানিরবাজার হাসপাতালে নিয়ে গিয়েছিল তখনও সে সুস্থ ছিল।

কিন্তু জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে দেয়। মৃত নন্দু সরকারের ভাই নন্দু সরকারের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন তোলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করা হয়। থানায় মামলা দায়ের হওয়ার পর পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দিবাকর দাস ও ভাস্কর দাস নামে দুই জনকে গ্রেপ্তার করে। পূর্ব আগরতলা থানার ওসি জানান নন্দু সরকারকে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত আরও কয়েকজন অভিযুক্তর নাম জানা গেছে। তিনি আরও জানান ধৃত দুই অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কেন নন্দু সরকারকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায় নি। ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানান তিনি। যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হয়ে যাচ্ছে যে নন্দু সরকারকে পরিকল্পিত ভাবে গরু চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। তবে ঠিক কি কারনে নন্দু সরকারকে হত্যা করা হয়েছে, তা সঠিক পুলিসি তদন্তে বেরিয়ে আসবে বলে অভিমত অভিজ্ঞ মহলের। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য