Wednesday, February 12, 2025
বাড়িবিশ্ব সংবাদরশির ওপর হেঁটে নায়াগ্রা জলপ্রপাত পাড়ি

রশির ওপর হেঁটে নায়াগ্রা জলপ্রপাত পাড়ি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০জুন: শত বছরেরও বেশি সময় ধরে পর্যটকদের কাছে নায়াগ্রা জলপ্রপাত আকর্ষণীয় পর্যটন স্পট। কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে এর অবস্থান। দুই দেশই তাদের নিজ নিজ অংশে পর্যটনকেন্দ্র গড়ে তুলেছে। সেগুলোয় দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। ১৮৫৯ সালের ৩০ জুন রশির ওপর হেঁটে বিখ্যাত এই জলপ্রপাত পাড়ি দেন অদম্য সাহসী ফরাসি চার্লস ব্লদি। এমনকি তিনি নিরাপত্তার জন্য কোনো জাল বা অন্য কিছু ব্যবহার না করেই রশির ওপর হেঁটে নায়াগ্রা পার হন।

লন্ডনের টাওয়ার ব্রিজ

লন্ডন শহরের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় স্থাপনা টাওয়ার ব্রিজ। টেমস নদীর ওপর এই ব্রিজ যেন রাজকীয় লন্ডনের আভিজাত্যের আরেক প্রতীক। বিভিন্ন চলচ্চিত্রে এই ব্রিজটি দেখানো হয়। এ ছাড়া লন্ডন শহরে বেড়াতে গিয়ে টেমস নদীর ধারে ঘুরে বেড়ানোর পাশাপাশি ব্রিজটি দর্শন যেন অবশ্যকর্তব্য! ব্রিজটি ১৮৯৪ সালের ৩০ জুন আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর নির্মাণকাজ শুরু হয় ১৮৮৬ সালে।

বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী

মার্কিন নাগরিক রবার্ট হেনরি লরেন্স জুনিয়র। বিমান চালানোর প্রশিক্ষণ শেষে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যোগ দেন এই কৃষ্ণাঙ্গ। ১৯৬৭ সালের ৩০ জুন বিমান বাহিনীর ‘ম্যান্‌ড অরবিটিং ল্যাবরেটরি’ প্রোগ্রামে যোগ দেন তিনি। যুক্তরাষ্ট্র বিমানবাহিনী গুপ্তচরবৃত্তির জন্য এই প্রোগ্রামটি চালু করেছিল। এর মাধ্যমে প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হিসেবে ইতিহাসের খাতায় নাম লেখান হেনরি লরেন্স জুনিয়র।

মাইকেল ফেলপ্সের জন্মদিন

মার্কিন সাঁতারু মাইকেল ফেলপ্‌স। তাঁকে অলিম্পিকের ইতিহাসে সর্বকালের সেরা ক্রীড়াবিদ বলা হয়। তাঁর থলিতে অলিম্পিকের ২৩টি স্বর্ণপদক রয়েছে। ১৯৮৫ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে জন্মগ্রহণ করেন সাঁতারু।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য