স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : শুক্রবার পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে এম পি এল এ ডি এস প্রজেক্টের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের পৌরহিত্যে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য আধিকারিকরা।
এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের এম পি এল এ ডি এস ফান্ডের নোডাল অফিসার হলেন পশ্চিম জেলার জেলা শাসক। এইদিন সকল লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়। বিগত চার বছরে যতগুলি কাজ হয়েছে সেই কাজ গুলিকে নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যে সকল কাজ সম্পন্ন হয়েছে সেই সকল কাজের ইউ.সি জমা দেওয়ার জন্য এইদিনের পর্যালোচনা বৈঠক করা হয়।