স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : বৃহস্পতিবার এন সি সি থানার পুলিশ বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ চার নেশা কারবারিকে জালে তুলল। জেলা পুলিশ সুপার কিরন কুমার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ রাজধানীর বুদ্ধ মন্দির এলাকায় অভিযান চালায়। এই অভিযানে একটি যাত্রীবাহী অটো আটক করা হয়।
অটো থেকে চালক সহ মোট চার জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৮ বাক্স ব্রাউন সুগার। এই ৮ টি বাক্সে ৯৭ গ্রাম ব্রাউন সুগার মজুত ছিল। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা হবে। তিনি আরও জানান ধৃতরা হল রাজ কুমার, চটু কুমার, ধর্মেন্দ্র কুমার ও রামানন্দ রায়। তাদের মধ্যে তিন জনের বাড়ি বিহারে। এবং অপর জনের বাড়ি খেজুরবাগান এলাকায়।
ধৃতদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার। তবে পুলিশ বাকিদের তুলতে পারবে কিনা সেটাই এখন বড় বিষয় হয় দাঁড়িয়েছে। কারণ শহরে নেশা কারবারিরা পুলিশের চোখে ধুলো দিয়ে নিজেদের নেটওয়ার্ক ক্রমশ বাড়াচ্ছে। সেই নেটওয়ার্কের নাগাল পুলিশ পেলেও কাজে লাগাচ্ছে না কোন এক অজ্ঞাত কারণে।