স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কুমারঘাটে রথ দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়াল কল্যানী দে ফাউন্ডেশন।বুধবার কুমারঘাটে উল্টো রথ টানার মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহতদের পাশে দাঁড়ালো কল্যাণী দে ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে আগরতলার জিবি হাসপাতালে আহত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কল্যাণী দে ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীর আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হয় খাবার সামগ্রী।
কল্যাণীতে ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীর আত্মীয় পরিজনদের হাতে খাবার সামগ্রী তুলে দেন স্যন্দন পত্রিকার ডিরেক্টর অভিষেক দে। সঙ্গে ছিলেন স্যন্দন পত্রিকার অন্যান্য সাংবাদিক এবং চিত্র সাংবাদিকও। স্যন্দন পত্রিকার ডিরেক্টর অভিষেক দে আহতদের পাশে আছে বলে আশ্বাস দেন।