Monday, February 10, 2025
বাড়িরাজ্যগরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন

গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন :  ইদের দিন গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল আগরতলার বলদাখাল এলাকায়। ঘটনা বৃহস্পতিবার সকালে আটটা নাগাদ আগরতলা দক্ষিণ চন্দ্রপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম নন্দু সরকার।

 ঘটনার বিবরণে জানা গেছে, নন্দু সরকার ভাড়া থাকেন বলদাখাল এলাকায়। তার স্ত্রী সোনালী দেব সরকার বুধবার গিয়েছিলেন বাপের বাড়িতে।বৃহস্পতিবার সকালে তার কাছে খবর আসে বলদা খাল এলাকায় গরু চোর সন্দেহে তার স্বামী নন্দু সরকারকে স্থানীয় কিছু লোকজন বেধরক মারধর করে। তার স্ত্রীর অভিযোগ স্বামী নন্দু সরকার মাংসের দোকানে কাজ করেন। দীর্ঘ ১২ বছর হয়েছে তাদের বিয়ের। কখনো চুরির মত অপরাধ সংক্রান্ত ঘটনায় তার স্বামীকে জড়িত থাকতে দেখেননি। গরু চোর সন্দেহে যারাই তার স্বামীকে মারধর করেছেন তাদের বিরুদ্ধে তিনি কঠোর তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন। ঘটনার পর খবর দেওয়া হয় বোধজং নগর থানায়। বোধজং নগর থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় নন্দু সরকারকে প্রথমে নিয়ে যান রাণির বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান পর্যন্ত নন্দু সরকার নাকি ভালই ছিল। এরপর পুলিশ তাকে নিয়ে আসে আগরতলার জিবি হাসপাতালে। রানির বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং জিবি হাসপাতালের মাঝে এই সময়ের মধ্যে নন্দু সরকারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধে তার পরিবারের লোকজনদের মধ্যেও।

 তার পরিবারের লোকজনদের দাবি নন্দু সরকার একজন পশু প্রেমিক। কুকুর দেখলেই নাকি খাবার দেন। তার মতো একজন ব্যক্তি কোনভাবেই  গরু চুরি করতে পারে না। নন্দু সরকারকে জিবি হাসপাতালে নিয়ে আসে বোধজং নগর থানার পুলিশ। জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর তা জানিয়েছে। তবে গোটা ঘটনায় একটা ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। সাত সকালে এভাবে গরু চুরির মত একটা ঘটনা কেনই বা ঘটাতে যাবে নন্দু সরকার নামে সেই মৃত ব্যক্তি? তা নিয়ে প্রশ্ন উঠছে সর্ব স্তরে। নাকি পূর্ব শত্রুতার জের ধরে নন্দু সরকারের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়েও সৃষ্টি হয়েছে রহস্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য