স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। উদ্ধার করল বিপুল পরিমাণে ড্রাগস। সঙ্গে আটক করল দুইজনকে। বুধবার রাতে আমবাসা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বিপুল পরিমাণে ড্রাগস মিজোরাম থেকে সিপাহীজলা জেলায় যাবে।
এই খবরের ভিত্তিতে ধলাই জেলার পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক অভিযানে নামে।পুলিশ TR 01 BU 0234 নম্বরের একটি গাড়ির পিছু করতে থাকে সন্দেহ মুলক ভাবে। রাতভর পিছু করার পর সাফল্য আসে বৃহস্পতিবার ভোররাতে। পুলিশ আটক করে গাড়িটিকে। তল্লাশি চালিয়ে উদ্ধার করে ৩ কেজি ৪৬ গ্রাম ড্রাগস। যার বাজার মূল্য আনুমানিক ১৩ কোটি ৮ লক্ষ টাকা। পুলিশ পিকলু ভৌমিক এবং মাহাবুব আলম নামে দুই ব্যক্তিকে আটক করে। তাদের দুজনের বাড়ি বক্সনগর এলাকায়। এর আগেও এই দুই ব্যক্তিকে কমলপুর এবং গঙ্গানগর থানার পুলিশ বিপুল পরিমাণে ড্রাগস্ সহ আটক করেছিল। সেই সময়ে দুজনেই জামিনে মুক্তি পেয়ে গিয়েছিল। তবে এবারে এই দুই ব্যক্তির জামিনে মুক্তি পাওয়ার কোন রকম সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রাই।