স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯জুন: সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের কনসুলেট ভবনের কাছে গোলাগুলির ঘটনায় এক বন্দুকধারী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, বুধবার মার্কিন ওই কনসুলেট ভবনের কাছে এক ব্যক্তি তার গাড়িটি পার্ক করে রাখার পর ভেতর থেকে অস্ত্র নিয়ে বের হয়।এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে তার গোলাগুলিতে অস্ত্রধারী নিহত হয়।তাৎক্ষণিকভাবে ঘটনার মোটিভ এবং বন্দুকধারীর পরিচয় জানা যায়নি, বলেছে আরব নিউজ।ওই বন্দুকধারীই প্রথম নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল বলে জানিয়েছে আল-জাজিরা।গোলাগুলিতে কনসুলেটের এক নেপালি নিরাপত্তারক্ষীও আহত হয়; পরে হাসপাতালে তার মৃত্যু হয়।“পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা বাহিনী অস্ত্র নিয়ে গাড়ি থেকে বের হওয়া ব্যক্তিকে যথাযথভাবে মোকাবেলা করেছে,” বলেছে সৌদি বার্তা সংস্থা।কোন পরিস্থিতিতে এ গোলাগুলি, তা বের করতে নিরাপত্তা তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মক্কা অঞ্চলের পুলিশ।
জেদ্দায় যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে গোলাগুলি, নিহত ২
সম্পরকিত প্রবন্ধ