স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : কুমারঘাটে উল্টো রথ ঘিরে মর্মান্তিক ঘটনার শোক জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ট্যুইট করে জানান যে প্রানহানির ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তাদের পরিবারের পাশে আছে সরকার।
এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করলেন তিনি। পাশাপাশি পি এম এন আর এফ অর্থাৎ প্রধানমন্ত্রী জাতীয় ত্রান তহবিল থেকে মৃতের পরিবারদের দুই লক্ষাধিক টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকার ঘোষনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে জানান প্রধানমন্ত্রী।