স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : বুধবার উল্টো রথ ঘিরে কুমারঘাটে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে কুমারঘাট এর উদ্দেশ্যে সন্ধ্যা সময় রওনা হন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী কুমারঘাট গিয়ে চলে যান ঘটনাস্থল পরিদর্শন করতে। সঙ্গে ছিলেন মন্ত্রী টিংকু রায়, বিধায়ক ভগবান দাস, জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ অন্যান্য আধিকারিক।
তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী ঊনকোটি জেলা হাসপাতালে যান। সেখানে মুখ্যমন্ত্রী মৃতের পরিবারদের সাথে কথা বলে সমবেদনা জানান। এবং আহতদের সাথে কথা বলে দ্রুত আরোগ্য কামনা করেন। আহতদের কাছ থেকে ঘটনার সম্পর্কে অবগত মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী কুমারঘাট থেকে সাংবাদিক সম্মেলন করে বলেন, কুমারঘাটে উল্টো রথ ঘিরে মর্মান্তিক ঘটনায় মৃতের পরিবারদের রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে চার লক্ষাধিক টাকা, ৬০ শতাংশের অধিক আহতদের পরিবারদের দেওয়া হবে আড়াই লক্ষাধিক টাকা এবং ৬০ শতাংশ কম আহতদের পরিবারদের দেওয়া হবে ৭৪ লক্ষাধিক টাকা। কুমারঘাট গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরো বলেন যাদের চিকিৎসার জন্য রাজ্যের বাইরে নিয়ে যেতে হবে তাদেরও চিকিৎসার ভার বহন করবে সরকার।