স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : কুমারঘাটে উল্টো রথ ঘিরে যে মর্মান্তিক ঘটনা বুধবার ঘটেছে তাতে অত্যন্ত শোকাহত বলে জানান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি মৃত পরিবারদের প্রতি সমবেদনা জানান।
তিনি প্রশ্ন তুলেন রথযাত্রা উৎসবের দিন যদি এ রাস্তা দিয়ে রথ নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ সংস্পর্শে না আসে, তাহলে উল্টো রথ অর্থাৎ আজকে কেন বিদ্যুতিক তারের সংস্পর্শে এসেছে। আরো বলেন আজকে উল্টো রথ নিয়ে যাওয়ার সময় সেখানে যেসব প্রশাসনিক কর্মী দায়িত্বে ছিলেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন তাহলে এই ঘটনায় এড়ানো যেত। এই ঘটনা নিয়ে তদন্ত হওয়া জরুরি।
এবং যারা এই ঘটনায় জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি করলেন বিরোধী দলনেতা। তিনি বিরোধী দলনেতা হিসেবে দাবি করেন সরকার যাতে মৃত পরিবারদের হাতে কুড়ি লক্ষাধিক টাকা করে আর্থিক সহযোগিতা করে, এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের পরিবারকে কম করে দশ লক্ষাধিক টাকা আর্থিক সহযোগিতা করার জন্য দাবি জানান। পাশাপাশি যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সমস্ত চিকিৎসার খরচ সরকারকে বহন করার জন্য দাবি করেন তিনি।