Saturday, February 8, 2025
বাড়িরাজ্যউল্টো রথে প্রাণ কেড়ে নিল ৬ জনের, আহত বহু, ঘটনা খবর পেয়ে...

উল্টো রথে প্রাণ কেড়ে নিল ৬ জনের, আহত বহু, ঘটনা খবর পেয়ে কুমারঘাট রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : বুধবার ছিল উল্টো রথ। অর্থাৎ মাসির বাড়ি থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নিজের বাড়িতে ফিরে যাওয়ার দিন। সেই মোতাবেক কুমারঘাট ইস্কন মন্দিরের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা করা হয়। মাসির বাড়ি থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। কুমারঘাট মাতঙ্গিনী চৌমুহনী এলাকায় রথ পৌঁছানোর পর ঘটে বিপত্তি।

আচমকা রথের চুড়া বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যায়। এতে করে মুহূর্তের মধ্যে রথে আগুন লেগে যায়। শুরু হয় ভক্তদের ছোটাছুটি। এরই মধ্যে আগুনে পুরে মৃত্যু হয় দুই শিশু ও মহিলা সহ মোট ৬ জনের। অল্প বিস্তর আহত হয় বহু ভক্ত। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত ৬ জনকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়। কুমারঘাট মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান দুই শিশু ও মহিলা সহ ৬ জনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। এছাড়াও আগুনে পুরে গুরুতর ভাবে আহত ৬ জনকে কুমারঘাট মহকুমা হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। এইদিকে গুরুতর ভাবে আহত ৬ জন বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের পরিবারের এক মহিলা জানান কুমারঘাট মাতঙ্গিনী চৌমুহনী এলাকায় রথ পৌঁছানোর পর বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যায়।

সাথে সাথে রথে আগুন লেগে যায়। রথের উপর যারা ছিল তারা উপর থেকে পরে যায়। বহু লোক আগুনে ঝলসে যায়। ওনার পুত্র বধূ সহ দুই নাতনির শরীর আগুনে ঝলসে গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঊনকোটি জেলা হাসপাতালে ছুটে যান জেলার জেলা শাসক। তিনি কথা বলেন হাসপাতালের চিকিৎসকের সাথে। আহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন চিকিৎসককে। ঘটনাকে কেন্দ্র করে কুমারঘাটে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে অভিজ্ঞ মহল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এদিন। কারণ রথের উচ্চতার সাথে বিদ্যুতিক হাইভোল্টেজ তারের পরিমাপ কেন করা হয়নি আগেই সে বিষয়ে জানতে চাইছে বহু মানুষ। প্রশাসনিক যদি গাফিলতি না হতো তাহলে এ ধরনের মর্মান্তিক ঘটনার সাক্ষী হতো না রাজ্যবাসী। এদিনের মর্মান্তিক ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় রেলে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি মৃতদের পরিবার এবং আহতদের সাথে কথা বলবেন। তারপর প্রশাসনের কাছে এই ঘটনার সম্পর্কে অবগত হবে। প্রশাসনিক এবং ইসকন মন্দির কর্তৃপক্ষের মধ্যে যারা রথের উচ্চতা নিয়ে গাফিলতি করেছে তাদের বিরুদ্ধে নেওয়া হতে পারে কঠোর পদক্ষেপ বলে সূত্রে খবর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য