Saturday, February 8, 2025
বাড়িরাজ্যমাসির বাড়ি থেকে মন্দিরে ফিরলেন জগন্নাথ, শুভদ্রা, বলরাম

মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরলেন জগন্নাথ, শুভদ্রা, বলরাম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : বুধবার ছিল উল্টোরথ। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। দুপুরে কিছুক্ষণ বিরাম দিল বরুণ দেবতা। এরই মধ্যে মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরলেন জগন্নাথ, শুভদ্রা এবং বলরাম। আগরতলার জগন্নাথ জিও মন্দিরে ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মত। অগণিত ভক্তদের টানে বৃষ্টিস্নাত দুপুরে জগন্নাথ সুভদ্রা বলরাম রথে চড়ে ঘুরে বেড়ালেন রাজধানীর বিভিন্ন পথ।

নিরাপত্তা ব্যবস্থাও ছিল একেবারে আটো-শাটো। এক কথায়  উৎসবের আবহে মেতে উঠেন ভক্তরা। এদিকে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী স্থিত গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি থেকে ইসকন মন্দিরে ফিরে গেলেন জগন্নাথ মুদ্রা বলরাম। এই উল্টো রথের সময় আরাধনা করলেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য, পুর নিগমের মেয়র দীপক মজুমদার,  ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। প্রত্যেকেই দিলেন উল্টো রথে দড়ি টান। এখানেও ভক্তরা ভিড় জমায়। মিলন উৎসবে পরিণত হয় এই উল্টোরথ। অন্যদিকে আশ্রম চৌমুহনী স্থিত হরে কৃষ্ণ মন্দিরেও সম্পন্ন হল উল্টোরথ। মাসির বাড়ি অর্থাৎ শতদল সংঘ ক্লাবের প্রাঙ্গণ থেকে জগন্নাথ সুভদ্রা বলরাম ফিরে গেলেন হরে কৃষ্ণ মন্দিরে। ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি নেতা সুবল ভৌমিক সহ আরো অনেকেই। প্রত্যেকেই করলেন আরাধনা।  ভক্তদের দড়ির টানে রথে চড়ে বিভিন্ন পথ ঘুরে বেড়ালেন জগন্নাথ সুভদ্রা বলরাম। প্রতি বছরের মতো এ বছরেও উল্টো রথে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। উৎসবের মেজাজে মেতে উঠে রাজপথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য