স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করা এখন এক প্রকার ভাবে ট্র্যাডিশন হয়ে গেছে। মনে হয় যেন পথ অবরোধ করে পথচারীদের দুর্ভোগ না হলে প্রশাসনিক আধিকারিকরা কাজ করবেন না। সেই ভুল বিভ্রান্ত নিয়ে এখন পথ অবরোধে সামিল হচ্ছে প্রত্যন্ত ও গ্রামাঞ্চলের মানুষের মতো শহরাঞ্চলের মানুষও।
কিন্তু প্রতিবাদের আরও বহু রাস্তা খোলা রয়েছে এবং দেশের সুনাগরিক হিসেবে তার ন্যায্য দাবি সরকার এবং প্রশাসনের কাছে তোলার মতো ব্যবস্থা রয়েছে সে বিষয়ে অবগত হতে চাইছে না সিংহভাগ মানুষ। এর ব্যতিক্রম হয়নি বুধবার। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কৈলাশহরের নেতাজি স্কুল সংলগ্ন এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধে সামিল হল কাছরঘাট এলাকার বাসিন্দারা। বিগত ১০ থেকে ১২ দিন ধরে কৈলাসহর পুর পরিষদের ৪ ও ৫ নং ওয়ার্ডের রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে।
তাই এই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এইদিন এলাকাবাসি এক প্রকার বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়। এলাকাবাসিরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এলাকার রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হওয়ার ফলে তাদেরকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছেন। এইদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। পুলিশ সড়ক অবরোধকারীদের সাথে দফায় দফায় কথা বলে। শেষ পর্যন্ত সড়ক অবরোধ মুক্ত হয়।