Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যউদয়পুরে উদ্বোধন হলো স্বর্ণ কমল জুয়েলার্সের প্রথম শাখা

উদয়পুরে উদ্বোধন হলো স্বর্ণ কমল জুয়েলার্সের প্রথম শাখা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : ত্রিপুরা রাজ্যের আগরতলার অন্যতম স্বর্ণ শিল্প প্রতিষ্ঠান স্বর্ণ কমল জুয়েলার্স। তাদের প্রথম শাখা শোরুম উদয়পুর সেন্ট্রাল রোডে বুধবার শুভ সূচনা হয়। পাশাপাশি শুরু হয় স্বর্ণ বর্ষা। চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। বুধবার এর সূচনা করে এই কথা জানান স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্র নাগ।

উপস্থিত ছিলেন মাথাবাড়ির প্রাচীন পুরোহিত চন্দন চক্রবর্তী, আগরতলায় রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী মাতৃ ময়ানন্দ্র পুরি এবং সঙ্গে ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের দুই ডিরেক্টর জয় নাগ ও দিবাকর নাগ। উৎসব উপলক্ষে উদয়পুর শোরুমের জন্য প্রতিদিন লাকি ড্র -তে সোনার কয়েন ও প্রতি কেনাকাটায় সোনার মুদ্রা অফার শুধুমাত্র উদয়পুরের জন্য চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।

 এছাড়া স্বর্ণ বর্ষার উপহার সোনার গয়নার মজুরিতে ২৫ শতাংশ ছাড় ও গয়নার মজুরিতে ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। মেগা লাকি ড্র -তে দুটি স্কুটি এবং লাকি ড্র -তে ২১ টি গৃহ সরঞ্জাম রয়েছে। এ দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যাম্বাসেটার ডঃ জুয়েলি দেববর্মা, বিভা জমাতিয়া, সমুদ্রিকা সাহা সহ অন্যান্য বিশিষ্ট বর্গ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য