Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যআধিকারিকদের দ্বারাই সরকারের ন্যায্য প্রাপ্তি পূরণ হয় : প্রণজিৎ

আধিকারিকদের দ্বারাই সরকারের ন্যায্য প্রাপ্তি পূরণ হয় : প্রণজিৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : কর সঠিকভাবে আদায় না হলে সরকার মানুষের স্বার্থে কাজ করতে পারে না। বুধবার কর দপ্তরের উদ্যোগে গোমতী জেলা ভিত্তিক এক দিবসীয় প্রশিক্ষণ শিবির ও কর্মশালা আধিকারিকদের উদ্দেশ্যে বললেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বুধবার গোমতী জেলা সদর উদয়পুর রাজর্ষী কলাক্ষেত্রে হয় এই কর্মসূচি।

মূলত এদিনের কর্মসূচিতে বিভিন্ন দপ্তরে কর্মরত ডিডিও সহ অফিস কর্মীদের অর্থ দপ্তরের বিভিন্ন সমস্যা, কন্ট্রাক্টরদের জিএসটি, ব্যবসায়িকদের জি এস টি টেক্স সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এছাড়াও দপ্তরের আধিকারিকদের সাথে জেলার বিভিন্ন দপ্তরের অফিসাররা সরাসরি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে অফিসার এবং কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত অফিসিয়ালি বিভিন্ন ভুলের জন্য সাধারণ মানুষকে যাতে আর হয়রানি হতে না হয়, তার জন্যই হয় এই প্রশিক্ষণ শিবির ও কর্মশালা। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায়।

 তিনি এই অনুষ্ঠানে কর প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন, জি এস টি -র মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধ হয়েছে। এবং তিনি বলেন কর সঠিক সময়ে সরকারের কাছে না আসলে সরকার মানুষের স্বার্থে কাজ করতে পারে না। তাই দপ্তরের কর্মীদের লক্ষ্য থাকতে হবে যাতে সঠিক সময়ে মানুষের কাছ থেকে কর আদায় করা যায়। এবং দপ্তরের আধিকারিকদের দ্বারাই সরকারের ন্যায্য প্রাপ্তি পূরণ হয় বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। এদিন অনুষ্ঠানে এছাড়া ছিলেন টেক্স কমিশনার সহ অর্থ দপ্তরের বিভিন্ন আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য