স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : চলতি শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজ গুলিতে নয়া জাতীয় শিক্ষানীতি কার্যকর হতে চলেছ। কিন্তু যারা এ বছর ইয়ার ব্যাক পেয়েছে তাদের দ্বিতীয়বার পরীক্ষায় বসে পাশ করার সুযোগ দেওয়ার দাবি নিয়ে মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন গড়ে তুলেছিল এক রাজনৈতিক সংগঠন।
আন্দোলন চলাকালীন সময়ে এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়কে নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে সম্রাট রায় জানান, বিজেপি দলের নামধারী সংগঠন সেদিন ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলনে নেমে যেভাবে তাকে কটাক্ষ করেছে তাদের উদ্দেশ্যে প্রশ্ন তারা কি ব্যক্তিগত নিশানা করার জন্য আন্দোলন করেছে, নাকি ছাত্রদের স্বার্থে তারা আন্দোলন করেছে ? বিজেপির নামধারী সংগঠনের এই ধরনের ভূমিকা অত্যন্ত নিন্দা জনক বলে জানান সম্রাট রায়।