স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : স্ত্রীর সাথে অভিমান করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেলেন স্বামী। ঘটনার বিবরণ জানা যায় রাধা কিশোর পুর থানাধীন উদয়পুর উওর চন্দ্রপুর এলাকার বাসিন্দার রাজিব ভৌমিক গত শুক্রবার সন্ধ্যা রাতে কোন এক বিষয়কে কেন্দ্র করে তার স্ত্রী প্রিয়াংকা ধর ভৌমিক সাথে ঝগড়া করে। তারপর কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়।
রাতে বাড়িতে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর না পেয়ে অবশেষে দুই সন্তানকে সাথে নিয়ে থানায় দারস্ত হলেন স্ত্রী প্রিয়াংকা। থানায় স্বামীর নিখোঁজ ডায়েরি করার পর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন শুক্রবার সন্ধ্যা রাতে তাদের দুই জনের মধ্যে সামান্য কথা কাটাটি হয়। তখন থেকে রাজিব ভৌমিকে পাওয়া যাচ্ছে না। তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করতে পাচ্ছে না। এদিকে বাবা বাড়িতে ফিরে আসবে বলে সে আশায় অপেক্ষা করছে দুই অবুঝ সন্তান।