Saturday, January 18, 2025
বাড়িরাজ্যউত্তাল তুলাশিখর ব্লক, লুটের রাজত্ব চলছে বলে অভিযোগ বিরোধী দলনেতার

উত্তাল তুলাশিখর ব্লক, লুটের রাজত্ব চলছে বলে অভিযোগ বিরোধী দলনেতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের লুটের রাজত্ব চলছে বলে অভিযোগ তুলে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার নেতৃত্বে তিপ্রা মথার গণ আন্দোলন হয় শুক্রবার। এই আন্দোলনে উত্তাল খোয়াই তুলা শিখর ব্লক। এদিন তিপরা মথা দলের পক্ষ থেকে ১০ দফা দাবিতে খোয়াই তুলা শিখর ব্লকের ভিডিও মানুষ মরা সিং এর কাছে এক গন ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশনকে কেন্দ্র করে এদিন সকাল দশটা থেকে চাম্পাহাওর চৌহমুনি বাজারে তিপরা মথা দলের সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করে। শেষে দুপুর বারোটা নাগাদ চম্পাহওয়ার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে একটি মিছিল বের হয়।

এদিন ডেপুটেশনকে কেন্দ্র করে মিছিলটি স্কুল মাঠ থেকে শুরু হয়ে তুলাসিখর ব্লকে এসে শেষ হয়। এদিন এলাকার বিধায়ক তথা বিধানসভায় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, এমডিসি অনন্ত দেববর্মা, রামচন্দ্র ঘাটের বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়িকা স্বপ্ন দেববর্মা সহ বিভিন্ন জোনাল এবং সাব জোনালের চেয়ারম্যানগণ। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, রাজ্যের বর্তমান সরকার লুটের বাণিজ্য চালাচ্ছে। এরই প্রতিবাদ এ বিক্ষোভ মিছিল করে কিছু দাবিতে ডেপুটিশন প্রদান করা হয়। দাবি জানানো হয় বিপিএল কার্ডের সার্ভে করা, পানীয় জলের ব্যবস্থা করা, বিভিন্ন জায়গায় যোগাযোগের জন্য কালভার্ট নির্মাণ করা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তোলা হয়েছে সেই বিষয়ে তদন্ত করা রাগার মজুরি বৃদ্ধি করা দাবি জানানো হয়। আরো বলেন, বিজেপি ও আই পিএফ টি জোট সরকার সাধারণ মানুষদেরকে বঞ্চিত করে যেভাবে লুটের বাণিজ্য চালাচ্ছে এর জন্য গণ ডেপুটেশন প্রদান করা হচ্ছে। কিন্তু এদিন তুলাসিখর ব্লকের গেইটের সামনে মিছিল পৌঁছাতেই পুলিশ বাধা দেয়। তাতে কয়েক হাজার তিপরা মথার কর্মী সমর্থক পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করে। পরে পুলিশের বেরিকেড ভেঙ্গে তুলাশিখর ব্লকের ভিতর প্রবেশ করে কর্মীরা। পরে ব্লকের ভেতরে পরিবেশ উত্তপ্ত করে মথার কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে নয় সদস্যের একটি প্রতিনিধি দল তুলা শিখর ব্লকের বিডিও মানষ মুরা সিংয়ের কাছে দশ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য