স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : অসাবধানতার কারণে রেলের ধাক্কায় আহত ৪৫ বছর বয়সী মহিলা। আহত মহিলার নাম সুনিতি দাস। ঘটনা জিরানিয়া কালিমুড়া এলাকায়। আহত মহিলার কন্যা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকাল সাড়ে পাঁচটার নাগার প্রাতঃ ভ্রমণে বের হয়েছিলেন সুনিতি দাস। তখন তিনি রেল রাস্তার উপর দিয়ে হাঁটার সময় পিছন দিক থেকে রেল এসে ধাক্কা দেয়।
ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে সাথে সাথে জিরানিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রথের চিকিৎসক রেফার করেন জিবি হাসপাতালে। রেলের ধাক্কায় আহত মহিলার একটি পা কাটা পড়েছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।