স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : বৃহস্পতিবার রাত তিনটা নাগাদ বক্সনগর রহিমপুর এলাকায় বি এস এফ -র গুলিতে গুরুতর আহত হন মাসুক মিঞা নামে ২৫ বছর বয়সি এক যুবক। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক। আহত যুবককে পিঠে একটি গুলি লেগেছে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন মাসুক।
এদিন গভীর রাতে প্রাকৃতিক কাজ করতে ঘর থেকে বের হয়েছিল। তখন এলাকায় পাচার কাজে জড়িতরা এলাকায় ছোটাছুটি করতে দেখে সে এগিয়ে যায়। সে সময় বিএসএফ জওয়ানদের গুলিতে গুরুতর আহত হয় মাসুক। তারপর বাড়ির লোকজনেরা তাকে উদ্ধার করে নিয়ে যায় বক্সনগর হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় হাঁপানিয়া হাসপাতালে। হাঁপানিয়া হাসপাতালে আনার পর মাসুকের অবস্থা গুরুতর দেখে রেফার করা হয় জিবি হাসপাতালে বলে জানান আহত যুবকের ভাই। জিবি হাসপাতালে আহত মাসুক মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে। তবে কি কারণে সে এলাকায় গিয়েছিল সে বিষয়টা এখনো ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছে। এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এদিন।