স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : বিষাক্ত কিছু খেয়ে অসুস্থ দুই ছাত্রী রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন।উদয়পুর কিল্লার আঠারভোলা এলাকার গড়িয়া একাডেমির ছাত্রী এই দুইজন।
জানা গেছে হস্টেলে দুই ছাত্রীকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন ওয়ার্ডেন ও বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য।।গোমতী জেলা হাসপাতালের এক চিকিৎসক জানান কি খেয়েছে তারা তা জানা যায়নি। তবে বিষাক্ত কিছু খেয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। ছাত্রীরা বিষাক্ত কিছু খেয়েছ। তবে একসাথে দুই ছাত্রীর বিষাক্ত কিছু খাওয়ার পেছনে কি রহস্য লুকিয়ে আছে বলে মনে করছেন সকালে। তা তদন্ত করে কর্তৃপক্ষ কিংবা পুলিশ বের করে কিনা দেখার?