স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : শুক্রবার সকালে বিশালগড় থানাধীন লক্ষ্মীবিল কর্মকার পাড়ায় গাড়ি চালক প্রদীপ সরকারের ঝুলন্ত মৃতদেহ বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয়। মৃতের ভাই সুজিত সরকার মৃতদেহের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন চিকিৎসার অভাবে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। ভোট আসলে নেতারা বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
ভোট গেলে আর কেউই খবর রাখেন না। প্রদীপ সরকার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু টাকার অভাবে জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেননি। তিন কন্যা সন্তানের মধ্যে একজনকে বহু কষ্টে বিয়ে দিয়েছেন। আরও দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার প্রতিপালন সম্ভব হচ্ছে না। গৃহ পরিচারিকার কাজ করে সংসার চালিয়ে নিতে পারছিলেন না। বহুবার এলাকার জনপ্রতিনিধিদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল। কিন্তু কোন সহযোগিতা না পেয়ে জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে পারছিলেন না প্রদীপ সরকার। তাই শুক্রবার সকালে শৌচালয়ের মধ্যে আত্মহত্যা পথ বেছে নেয় বলে অভিযোগ মৃত ব্যক্তির ভাই সুজিত সরকারের। পরবর্তী সময়ে বাড়ির লোকজনদের বিষয়টি নজরে আসে।
খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। জানা যায় আয়ুষ্মান প্রকল্পের সুবিধা নিতে বাড়ি লোকজন বহু চেষ্টা করেছিল পরিবারের লোকজনেরা। কিন্তু মিলেনি আয়ুষ্মান প্রকল্পের সুবিধা। সবটাই সরকারের বক্তব্যের সীমাবদ্ধ, এদিন আবারো আঙ্গুল তুলে দেখিয়ে দিল শুধু ঢাক পেটানো হচ্ছে। বাস্তবে চিকিৎসা করতে না পেরে মৃত্যু হচ্ছে রোগীর।