স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর অরুন্ধতী নগর অরবিন্দ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় যান ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছরের কার্যকাল সম্পর্কে মানুষকে এদিন অবগত করা হয়। বাড়ি বাড়ি এদিন সুশাসনের স্টিকার লাগিয়ে আগামী লোকসভা নির্বাচনের আগে জনসমর্থন চাওয়া হয়। এবং বাড়ির মানুষদের হাতে তুলে দেওয়া হয় রিপোর্ট কার্ড।
এই রিপোর্ট কার্ডে রয়েছে রাজ্যের উন্নয়ন এবং দেশে স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কি কি কাজ করেছে সেই বিষয়ে। পরবর্তী সময়ে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান এদিন তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। মানুষ নিজে থেকে বলছে এই পরিবর্তন যদি আগামী ২০ বছর আগে হতো তাহলে রাজ্যে বিকাশের ক্ষেত্রে এক অভূতপূর্ব সাড়া পাওয়া যেত।
তবে উন্নয়ন দেরিতে হলেও আজকে ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে। এবং এই কথা জনসাধারণ তাদের কাছে বলছে বলে দাবি করেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। ডেপুটি মেয়রের সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর অলক রায়। অপরদিকে প্রধানমন্ত্রী নয় বছর পূর্তি উপলক্ষে লিফলেট নিয়ে প্রচারে বের হন কাউন্সিলর রত্না দত্ত। তিনি ২০ নং ওয়ার্ডের ৫ নং বুথে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর কার্যকালে উন্নয়নের রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দেন।