স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : প্রত্যেক বছরের ন্যায় এই বছরও অম্বুবাচি উপলক্ষ্যে রাজধানীর লক্ষ্মী নারায়ন বাড়িতে শুক্রবার লক্ষ্য করা যায় সিঁদুর খেলা। এবং লক্ষী নারায়ণ মন্দির চত্বরে অম্বুবাচি মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছে।
এইদিকে লক্ষ্মী নারায়ন বাড়িতে অম্বুবাচি উপলক্ষ্যে এদিন বিশেষ পুজা হয়। বৃহস্পতিবার রাত ২ টা ৩০ মিনিট থেকে শুরু হয় অম্বুবাচি। অম্বুবাচির সময় শেষ হবে সোমবার দুপুরে। মূলত সর্প ভয় দূর করার জন্য অম্বুবাচি পালন করা হয় বলে জানা যায়। এদিন মহিলারা জানান তারা অত্যন্ত আনন্দিত। প্রতি বছর তারা লক্ষীনারায়ণ মন্দিরে এসে পরিবারের মঙ্গল কামনা করেন।