Saturday, February 8, 2025
বাড়িরাজ্যআটক চার নেশা কারবারি

আটক চার নেশা কারবারি

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জুন :  গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর কালীবাড়ি দিঘি এলাকা থেকে একটি বাইক সহ তিনজনকে ধর্মনগর থানার পুলিশ পুলিশ জালে তুলেছে। তাদের কাছ থেকে সাড়ে ৬ গ্রাম হেরোইন এবং ১,৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

আটক বাইকটির নম্বর হচ্ছে টিআর ০৫ সি ৬৪৪২। এবং ধৃতরা হলো আব্দুল ওসুদ, বাড়ি ধর্মনগরের রামেশ্বরে, কাবিল আহমেদ, বাড়ি ধর্মনগরের শাবাজপুরে এবং শ্রীবাস নাথ, বাড়ি কদমতলার সরলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরে সঞ্জীব কালুয়ার নামে অপর একজনকে ধর্মনগরের রাজবাড়ী থেকে আটক করা হয়। তার কাছ থেকে অনেক তথ্য সংগ্রহ করছে উত্তর জেলা পুলিশ। তাদের সকলকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ। পাশাপাশি তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন দেখার পুলিশ গোটা গ্যাং জালে তুলতে পারে কিনা, নাকি তদন্তের ফাইল এখানেই বন্ধ হয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য