Saturday, January 18, 2025
বাড়িরাজ্যভক্তের অতি ভক্তিতে সুযোগ নিল চোর

ভক্তের অতি ভক্তিতে সুযোগ নিল চোর

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জুন :  ভক্ত গেলেন পূণ্য রথযাত্রায়। আর ঘরের থাবা বসাল চোর। ঘটনা উদয়পুর পালাটানা নিত্যগোপাল দাসের বাড়িতে। উল্লেখ্য, মঙ্গলবার ছিল রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে উদয়পুর পালাটানার বাসিন্দা নিত্যগোপাল দাশের বাড়ির লোকজন রথযাত্রা উৎসব উপলক্ষে বাড়ি থেকে বের হয়ে পালাটানা‌ বাজারে যায়।

আর এর সুযোগ নিয়ে চোরের দল নিত্যগোপাল দাশের বাড়িতে ঘরের দরজা ভেঙে সমস্ত জিনিসপত্র তছনছ করে নগদ পাঁচ হাজার টাকা নিয়ে চলে যায়। এর আগেও থাবা বসিয়েছিল চোর। এর রেশ না কাটতেই আবারো চুরির ঘটনা নিত্যগোপাল দাশের বাড়িতে। নিত্যগোপাল দাশ একজন দিনমজুর। মঙ্গলবার রাতে রাড়িতে এসে চুরির ঘটনা দেখে মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। খবর পেয়ে পুলিশ ছুটে এসে মামলা নথিভুক্ত করে। এখন দেখার বিষয় পুলিশ চুরির ঘটনায় কি ভূমিকা পালন করে। সেই দিকে তাকিয়ে আছে পরিবারের লোকজন সহ এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য