স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জুন : সপ্তাহ গড়াতে আবারো শহরে রাজভবন অভিযান। ককবরক ভাষায় রোমান হরফে লেখার দাবিতে বিক্ষোভের সামিল হয় তিপরা স্টুডেন্টস ফেডারেশন।
পুলিশ মিছিল রুখে দিল সার্কিট হাউজ এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরে ককবরক ভাষা রোমান হরফে লেখার দাবিতে বিক্ষোভের সামিল হয় টি এস এফ। তারা মিছিলটি শুরু করে সার্কিট হাউজ এলাকায় আসতে পুলিশ তাদের মিছিল বেরিকেড দিয়ে আটকে দেয়। মিছিলে উপস্থিত টিএসএফ সভাপতি সম্রাট দেববর্মা জানান, ১৯৬৮ সাল থেকে রাজ্যের জনজাতিদের স্বার্থে ককবরক ভাষা রোমান হরফে লেখার সুযোগ দেওয়ার জন্য আন্দোলন চলে আসছে।
কিন্তু সরকার কোন কর্ণপাতই করছে না। তাই এদিন আবারো রাজভবন অভিযান সংঘটিত করতে তারা বাধ্য হয়েছে। যতদিন না পর্যন্ত টি বি এস ই, সি বি এস ই এবং আই সি এস ই বোর্ডে ককবরক ভাষা রোমান হরফে লেখা সুযোগ দেওয়া হবে না ততদিন পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানান সংগঠনের সভাপতি। তবে এদিন সার্কিট এলাকায় পুলিশের ছিল ব্যাপক প্রস্তুতি। কারণ বিগত দিনের শহরে এ ধরনের আন্দোলনের নামে বহু ঘটনা সংঘটিত হয়েছে। সম্প্রতি টি আই এস এফ -এর পক্ষ থেকে সার্কিট হাউস এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ বাজার উপক্রম হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে। আহত হয়েছিল ১৫ জন। বিপর্যস্ত হয়েছে সাধারণ মানুষের জীবন যাপন। তাই কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ রনং দেহি ভাবমূর্তিতে ছিল। মোতায়েন করা হয়েছিল আধা সামরিক বাহিনীও।