স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জুন : দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করলো আমতলী থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকালে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অশ্বিনী মার্কেট এলাকা থেকে আটক করে সন্দেহভাজন দুই সহযোগীকে। তাদের নাম ইয়াকুব ইয়াজদানবক্স এবং অপর ব্যক্তির নাম শাহীন মন্ডল।
জানা গেছে তাদের মধ্যে একজনের বাড়ি ইরানে। পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি মোবাইল সহ বেশ কিছু ভূয়ো আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করেছে। বুধবার সকালে স্থানীয় এলাকাবাসীরা তাদের মোবাইলে বিভিন্ন সংগঠনের বেশ কিছু ছবি সহ অন্যান্য তথ্য পায়। ধৃতদের আমতলী থানায় এস ডি পি ও এবং আমতলী থানার ওসি নাড়ুগোপাল দে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তবে আমতলী থানার এক সাব ইন্সপেক্টর জানিয়েছেন, এদিন সকালবেলা খবর আসে অশ্বিনী মার্কেট এলাকায় দুজন অপরিচিত ব্যক্তি ঘোরাফেরা করছে।
সে অনুযায়ী পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা একজন ইরানের এবং অপরজন বাংলাদেশের। বৃহস্পতিবার ধৃতদের পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ মুখ খুলছে না। তবে অশ্বিনী মার্কেট এলাকার মানুষ সন্দেহ করছে ধৃতরা কোন সংগঠনের গুপ্তচর হয়ে কোন বড় ধরনের চক্রান্ত করার জন্য রাজ্যে এসেছে। বিষয়টি উচ্চ পর্যায়ে তদন্ত হবে। তবে ইতিমধ্যে অশ্বিনী মার্কেট এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এই খবরটি পুরোপুরি অভিযোগ এবং সূত্র মোতাবেক করা হয়েছে।