স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জুন : সুপ্রিম কোর্টের রায়ে প্রদত গ্র্যাচুয়িটি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দের প্রদান করা এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাজের সময়সীমা ৬০ থেকে ৬৫ বছর কার্যকর করা সহ বিভিন্ন দাবিতে রাজধানীর অভয়নগর সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল সংঘ ত্রিপুরা জনতা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পারস মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ।
বুধবার ভারতীয় জনতা মজদুর সংঘ অনুমোদিত এই সংগঠন ডেপুটেশন দেন। তাদের দাবির মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, আদালতের রায় মতো গ্র্যাচুইটি দেওয়া, পেশ্ন ৭৫০ টাকা থেকে বৃদ্ধি করা সহ ৭ দফা দাবি তাদের। পাশাপাশি দাবি জানানো হয় সারা রাজ্যে ৫৬ টি প্রজেক্টই যাতে একই ধাঁচে চালানো হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা জনতা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পারস মজদুর সংঘ-র সভাপতি লিপিকা চক্রবর্তী সহ অন্যরা।