স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জুন : লোকসভা নির্বাচনের আগে কল্পতরু আগরতলা পুর নিগম। চলছে বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরিকল্পনা। পুর নিগমের অধীন তপশিলি জাতি অধ্যুষিত এলাকাগুলিতে কি উন্নয়ন করা যায় তা খতিয়ে দেখতে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে গেলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।
বুধবার আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৭ টি ওয়ার্ড এলাকা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন মেয়র ইন কর্পোরেটর বাপী দাস, নর্থ জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ, কর্পোরেটর নিতু দে, তপন লোধ, প্রসেনজিত লোধ, এস সি ওয়েলফেয়ারের চেয়ারম্যান টুঁটন দাস সহ পুর নিগমের আধিকারিকরা। ডেপুটি মেয়র জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এই পরিদর্শন। তিনি বলেন, তপশিলি জাতি অংশের মানুষের জন্য বর্তমানে একটি প্রকল্প এসেছে পি এম ওয়াই অজয় প্রকল্প। এই প্রকল্পের অধীনে পরিকাঠামো উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও আয় সৃষ্টির বিষয় গুলি সরেজমিনে দেখার জন্য তাঁরা বের হয়েছেন। ডেপুটি মেয়র আরও জানান, ২০২৩-২৪ এর কর্ম পরিকল্পনা পেশ করার আগে নিজেরা সমস্ত কিছু ঘুরে দেখছেন।