Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যপুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ

পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জুন :  নতুন করে গল্প তৈরি করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা নতুন বাজারে। সম্প্রতি যতনবাড়ি বন কর্মীদের হাতে আটককৃত গাড়ি ছাড়াতে গিয়ে পুলিশের উপর আক্রমণ করেছিল কিছু দুর্বৃত্ত। পরে আক্রমণকারীর বিরুদ্ধে নতুনবাজার থানায় মামলা হয়। সেই অভিযোগে মঙ্গলবার রাতে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে পুলিশের সাথে ফের অভিযুক্তের পরিবারের ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত পুলিশ খালি হাতেই থানায় ফিরে আসে।

 পরে ক্ষুব্ধ জনতা নতুনবাজার থানায় চড়াও হয়। পুলিশ কড়া ব্যবস্থা নেওয়ার আগে এলাকাবাসী নতুনবাজার সড়ক অবরোধ করে বসে। তাদের অভিযোগ পুলিশ নাকি রাতে বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানি করেছে। তাদের অভিযোগ, রাতের বেলা সাড়ে বারোটার নাগাদ পুলিশ ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে মারধর করে। সে সময় গৃহকর্তাকে বাঁচাতে আসলে মহিলার সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। তখন আঘাতপ্রাপ্ত হয় গৃহকর্তা এবং তার স্ত্রী। সে সময় তাদের স্বর্ণালঙ্কারও হারিয়েছে বলে অভিযোগ

। বুধবার হাসপাতাল থেকে তারা জানান অভিযুক্ত পুলিশ কর্মী সন্দীপ দেবের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আন্দোলন চলবে। পুরো ঘটনা নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন পুলিশ কর্তারা। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য