স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে পশ্চিম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রতিটি বিধানসভা এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছে স্ব-সহায়ক দল, আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে সম্মেলন। বুধবার আগরতলা রামনগর মণ্ডলে হয় এই সম্মেলন।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও বিধায়ক সুরজিত দত্ত, পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, মণ্ডলের প্রাক্তন সহ-সভাপতি ডাঃ মনোজ কান্তি দেবরায় সহ স্থানীয় কর্পোরেটর ও মণ্ডলের নেতৃত্ব। প্রতিমা ভৌমিক বলেন, দেশের সঙ্গে রাজ্যেও প্রতিটি ওয়ার্ড বিধানসভা কেন্দ্র, ব্লকে যুদ্ধকালীন তৎপরতায় মোদীর নেতৃত্বে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার হিসেবে তৈরি করা হচ্ছে।