Saturday, February 15, 2025
বাড়িরাজ্য প্রধান রেফারেল হাসপাতালে হৃদরোগের পরিষেবা লাটে

 প্রধান রেফারেল হাসপাতালে হৃদরোগের পরিষেবা লাটে

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জুন : জিবি হাসপাতালে হৃদরোগের পরিষেবা লাটে উঠেছে। পরিষেবার নামে মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। দীর্ঘ পাঁচদিন ধরে হাসপাতালের দুটি ইকো মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। এবং মেশিন দুটি অচল হওয়ার সাথে সাথেই দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মেশিন দুটি মেরামত করার কোন নাম গন্ধ নেই দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকদের।

এ বিষয়ে হাসপাতালের ইকো মেশিনের দায়িত্বে থাকা কৃষাণ রায় নামে এক কর্মীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান গত শুক্রবার থেকে ইকো মেশিন দুটি নষ্ট হয়ে পড়ে আছে। আগামী বুধবার কিংবা বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার এসে মেশিন মেরামতের কাজে হাত লাগাবে। কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছেন না কবে নাগাদ মেশিন দুটি ঠিক হবে। এরই মধ্যে মঙ্গলবার সকাল থেকে দেখা গেছে হাসপাতালে মধ্যে পরিষেবা নিতে এসেছে বহুরোগী। কিন্তু পরিষেবা পাচ্ছে না তারা। তাদের প্রশ্ন যদি ইকো মেশিন নষ্ট হওয়ার পর সাথে সাথে মেরামত না করা হয় তাহলে কিভাবে তারা পরিষেবা নেবে। দূরদূরান্ত থেকে এসে গত কয়েকদিন ধরে বাড়ি ফিরে যেতে হচ্ছে। এবং রোগীদের অবস্থা সংকটজনক হচ্ছে।

কেউ কেউ অতিষ্ঠ হয়ে হাসপাতালের পরিষেবার উপর ক্ষোভ ব্যক্ত করে বেসরকারি হাসপাতালে ছুটছে। বেসরকারি হাসপাতাল গুলি মোটা অংক আদায় করে রোগী পরিষেবা প্রদান করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের উপর-মহল ভালো করেই অবগত রয়েছেন। আশ্চর্যের বিষয় হলো মেশিন দুটি মেরামত করানোর জন্য কোন ভূমিকা নেই। জরুরি ভিত্তিক পরিষেবায় নিয়ো যদি এভাবে উদাসীনতা চলে তাহলে আর বলার অপেক্ষা রাখে না। এদিকে সূত্রে খবর যারা মঙ্গলবার সকাল থেকে হাসপাতালে ইকো পরিষেবা এসেছিলেন, তারা গত শুক্রবারের আগে চিকিৎসকের প্রেসক্রাইভ অনুযায়ী আসছেন। ইকো মেশিন নষ্ট বলে গত শুক্রবার থেকে হাসপাতালে চিকিৎসক প্রেসক্রাইভে রোগীকে লেখাই বন্ধ করে দিয়েছেন। প্রধান রেফারেল হাসপাতালের পরিষেবা যদি এতটা নিম্নমানের গিয়ে দাঁড়ায় তাহলে রাজ্যের মহকুমা এবং জেলাস্তরের হাসপাতালগুলির পরিষেবা কতটা করুন হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য