Saturday, February 8, 2025
বাড়িরাজ্য৪১ এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের খবর নিতে গেলেন মন্ত্রী

৪১ এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের খবর নিতে গেলেন মন্ত্রী

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জুন : ২০১৮ সালের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরাকে হীরা বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী ত্রিপুরার উন্নয়নমূলক কাজ দ্রুততার সাথে সম্পন্ন হচ্ছে। মঙ্গলবার মন্ত্রী বিকাশ দেববর্মা আঠারমুড়া স্থিত ৪১ মাইল এলাকায় যান। সেখানে বসবাসরত জনজাতি পরিবারগুলি সাথে দেখা করে মন্ত্রী।

মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, তিনি একচল্লিশ মাইল এলাকায় বসবাসরত পরিবারদের সাথে দেখা করতে আসার মূল কারণ হলো এন এইচ ৮ নির্মাণ হওয়ার সময় এই পরিবারগুলি জমি প্রদান করেছিল। তাদের সহযোগিতায় এনএইচ ৮ দ্রুত নির্মাণ হয়েছে। আগে ধর্মনগর থেকে আগরতলা পৌঁছাতে ১২ থেকে ১৩ ঘন্টা লেগে যেত। ‌ এন এইচ ৮ রাস্তাটি নির্মাণ হওয়ার ফলে মাত্র চার ঘণ্টায় এখন ধর্মনগর থেকে আগরতলায় পৌঁছানো যায়। এই রাস্তায় নির্মাণের ৪১ মাইল এলাকার মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করার জন্য উন্নয়ন সম্ভব হয়েছে। এবং তিনি এই উন্নয়নমূলক কাজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। তবে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের নয় বছরের কাজকর্ম মানুষকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে প্রদেশ বিজেপি। এরই অঙ্গ হিসেবে মন্ত্রীর সফর বলে মনে করছে ৪১ মাইল এলাকার জনজাতি মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য