Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যছাত্রীকে মানসিক যৌন হেনস্থার অভিযোগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, সহকারি অধ্যাপকের বিরুদ্ধে থানায়...

ছাত্রীকে মানসিক যৌন হেনস্থার অভিযোগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, সহকারি অধ্যাপকের বিরুদ্ধে থানায় মামলা

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জুন : মৌখিক পরীক্ষা গ্রহণ করার নাম করে নিজ কক্ষে ছাত্রীকে ডেকে মানসিক ভাবে যৌন হেনস্থা করলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এক সহকারি অধ্যাপক বলে অভিযোগ। অভিযোগ বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ভুপেষ দেববর্মা বিশ্ব বিদ্যালয়ের এক ছাত্রীকে মৌখিক পরিক্ষার নামে মানসিক ভাবে যৌন হেনস্থা করে। পরবর্তী সময় এই ছাত্রী তার সহপাঠীদের ঘটনার বিষয়ে জানায়।

 সহপাঠীদের সাথে নিয়ে এই বিষয়ে অভিযোগ জানাতে সে ছুটে যায় বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যের কক্ষে। সেখানে গোটা ঘটনার বিষয়ে জানানোর সময় সেই ছাত্রী সংজ্ঞাহীন হয়ে যায়। পরবর্তী সময় সেই ছাত্রীকে হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার গভীর রাত পর্যন্ত ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি অভিযুক্ত সহকারী অধ্যাপককে বরখাস্ত করতে হবে। ঘটনার খবর পেয়ে রাতেই বিশ্ব বিদ্যালয়ে ছুটে যায় এসডিপিও আমতলির নেতৃত্বে আমতলি থানার পুলিশ। পুলিশ গোটা ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর হাসপাতালে গিয়ে সেই ছাত্রীর সাথে কথা বলেন।

ছাত্রীর বয়ান লিপিবদ্ধ করে পুলিশ। পুলিশ জানায় অভিযুক্ত সহকারী অধ্যাপক ভুপেষ দেববর্মার বিরুদ্ধে আমতলি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ মূলে মামলা লিপিবদ্ধ করা হয়েছে। ঘটনার তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এইদিকে হাপানিয়া হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে সুস্থ রয়েছে এই ছাত্রী। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবারের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্র-ছাত্রীরা পুনঃরায় বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যর কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। অভিযুক্ত সহকারি অধ্যাপক ভুপেষ দেববর্মাকে বরখাস্ত করার দাবিতে। পরবর্তী সময় উপাচার্য নিজ কক্ষ থেকে বেরিয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন। আন্দোলনকারিদের পক্ষ থেকে উপাচার্যর হাতে তুলে দেওয়া লিখিত অভিযোগ পত্র। পরবর্তী সময় উপাচার্য আন্দোলনকারীদের আশ্বাস দেন আইসিসি কমিটির বৈঠক ডাকা হবে মঙ্গলবার বিকালে। কারন কমিটির চেয়ারম্যান কৈলাশহর রয়েছেন। বিকাল ৪ টার ট্রেনে তিনি আগরতলায় আসবেন। তারপর জরুরি ভিত্তিতে কমিটির বৈঠক বসবে। সেখানে অভিযুক্ত সহকারী অধ্যাপককে তার মতামত জানানোর জন্য বলা হবে। তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে। এইদিকে নির্যাতিতা এইদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে তুলে ধরে। নির্যাতিতা এইদিন অভিযুক্ত সহকারি অধ্যাপকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে। এখন দেখার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আইসিসি কমিটি কি পদক্ষেপ গ্রহণ করে। এবং ঘটনার সুষ্ঠু তদন্তে কি বের হয়ে

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য