স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জুন : গোপন সংবাদের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ সোমবার রাতে ৪৫ কেজি গাঁজা সহ একটি অটো আটক করে। একই সাথে আটক করা হয় এক ব্যক্তিকে। এস.ডি.পি.ও এন.সি.সি পারমিতা পাণ্ডে জানান সোমবার রাতে এনসিসি থানার পুলিশের নিকট গোপন সংবাদ আসে এনসিসি থানাধীন বিবেকানন্দ আবাসন এলাকা দিয়ে একটি অটোতে করে গাঁজা পাচার করা হবে।
সেই মোতাবেক এনসিসি থানার পুলিশ বিবেকানন্দ আবাসন সংলগ্ন এলাকায় ওত পেতে। পরবর্তী সময় অটোটি বিবেকানন্দ আবাসন থেকে বেরিয়ে লিচু বাগানের দিকে যাওয়ার সময় পুলিশ অটোটিকে আটক করে। অটো থেকে উদ্ধার হয় ৪৫ কেজি শুকনো গাঁজা। একই সাথে আটক করা হয় অটো চালককে। ধৃত অটো চালকের নাম হরেন্দ্র রয়। তার বাড়ি বিহারের বৈশালী। তিনি আরও জানান ধৃত গাঁজা পাচারকারির সাথে রাজ্যের লোক যুক্ত থাকতে পারে। তাই সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত করছে এনসিসি থানার পুলিশ। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা হবে বলেও জানান তিনি।