স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জুন : আগরতলা পুর নিগম আগরতলা শহরকে নতুন করে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বাজার গুলি আধুনিককরণ করার বিষয়। এরই অঙ্গ হিসেবে দেড় কোটি টাকা ব্যয় করে এম বি টিলা বাজার নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার এর ভূমি পূজার অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের অতিরিক্ত কমিশনার সাজ্জাদ আালী, কর্পোরেটরগণ অলক রায়, অভিজিৎ মল্লিক সহ এলাকার বিশিষ্টজনেরা। উপস্থিত ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান, কিছুদিন পূর্বে আগরতলা পুর নিগম এম বি টিলা বাজারটি পরিদর্শন করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বাজারটি আধুনিকরণ করার জন্য। এবং আগরতলা পুর নিগম লক্ষ্য করেছে যেহেতু আগরতলা শহরের ১০ টি বাজারের মধ্যে অন্যতম এমবি টিলা বাজার, তাই বাজারটি আধুনিককরণ করার জন্য নিগম কর্তৃপক্ষ পরিকল্পনা গ্রহণ করেছে। সে অনুযায়ী বাজারটি আধুনিককরণ করার জন্য হাত লাগানো হয়েছে। ডেপুটি মেয়র আরো জানান বাজারটি আগামী দিন দেড় কোটি টাকা ব্যয় করে দ্বিতল ফাউন্ডেশন দিয়ে করা হবে। আগামী এক বছরের মধ্যে বাজারটি নতুন রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপকৃত হবে বাজারের ব্যবসায়ী এবং এলাকাবাসী।